New Update
/anm-bengali/media/media_files/UU0byjsThURh1CJzXswV.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ ঝাড়গ্রামে জনসভায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্তের অভিযোগে ফের বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর। বলেন, "বাংলা বললেই বাংলাদেশী বলছে। রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগরের ভাষাকে অপমান। বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না। অসম থেকে বাংলায় এনআরসি। অসম সরকারকে ধিক্কার"। বামফ্রন্টকেও ছাড়লেন না নেত্রী। বলেন, "বামা আমলে ঝাড়গ্রামে কেউ আসতে পারত না। লালগড় থেকে বেলপাহাড়ি যেতে ভয় পেত। ঝাড়গ্রামে মানুষ শান্তিতে আছে, অনেক উন্নয়ন হয়েছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/ixJnYDJlYhgnvj1hVbnf.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us