New Update
/anm-bengali/media/media_files/UU0byjsThURh1CJzXswV.webp)
নিজস্ব সংবাদদাতা: পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের ছবি হাতে বোলপুরে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা। আড়াই কিলোমিটার পথ তিনি হাঁটবেন বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে। বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত হবে মিছিল। বিদ্যাসাগর, বিবেকানন্দ ও নেতাজির পোস্টার হাতে মিছিলে একজোট হয়েছে কর্মী-সমর্থকরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069635.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us