কাল আদিবাসী দিবস, চলছে প্রস্তুতি! গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা

আগামীকাল পালিত হতে চলেছে বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষ্যে ঝাড়গ্রামে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক স্কুলে গিয়ে গাইলেন গান।

author-image
Anusmita Bhattacharya
New Update
,mam

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে চারটে নাগাদ ঝাড়গ্রামে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম ঢোকার মুখেই শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। সেখানকার পড়ুয়াদের সাথে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন এবং গান-বাজনা করেন। মুখ্যমন্ত্রীর গলায় গানের সুর শোনা গেল ঝাড়গ্রামে। এই নিয়ে খুশির জোয়ারে মেতে উঠেছে ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় ছাত্র-ছাত্রীসহ শিক্ষিকারা। 

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হবে। এই বিশ্ব আদিবাসী দিবসে ২০২১ সালের মতো মুখ্যমন্ত্রীকে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে পায়ে পা মিলিয়ে নৃত্য করতে দেখা যাবে যার জন্য ওড়িশা থেকে মুখ্যমন্ত্রীর জন্য পাঞ্জি শাড়ি নিয়ে আসা হচ্ছে। এই শাড়ি পরেই মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে অনুষ্ঠানে আসবেন। তারপরেই রয়েছে প্রশাসনিক আলোচনা। ফের ১০ তারিখ কলকাতায় রওনা দেবেন মুখ্যমন্ত্রী।