মাত্র ২ বছর বয়স থেকে রাজনীতি করে অভিষেক! এ কি বললেন মমতা?

আজ শুক্রবার নামখানার সভা থেকে বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি সহ তৃণমূল পরিবারের অনেককে নিয়ে কুৎসা হচ্ছে। অনেকের চরিত্র হনন করা হয়েছে।'

author-image
SWETA MITRA
New Update
mamata abhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার কাকদ্বীপের নামখানার সভা থেকে বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে পারিবারিক ছবি প্রকাশ্যে এনে বিরাট কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই ছবিতে ছোট্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দেখা গিয়েছে। মমতা বলেন, ‘সিপিএমআমাকেমেরেছিল।তখনহসপিটালথেকেফেরারপরঅভিষেকসবশুনেছিল।অভিষেকরাজনীতিকরেবছরবয়সথেকে। ১৯৯০সালথেকেরাজনীতিকরছেঅভিষেক।তখন থেকেই বামেদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল অভিষেক।‘