New Update
/anm-bengali/media/media_files/Cn6na4q097IyJliLIoQn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও চরমে উঠল রাজ্য ও রাজ্যপালের মধ্যে পারস্পরিক সংঘাত। এবার আজ বুধবার খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose) বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ঝাড়গ্রামে এক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা স্কুল, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় করছি আর রাজ্যপাল দালালি করে কাজ আটকে দিচ্ছেন। উনি কালো চশমা পড়ে কেরালা থেকে লোক এনে এখানে বসিয়ে দিচ্ছেন। ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি, রেজিস্ট্রার কেউ নেই। উনি বলছেন মুখ্যমন্ত্রী যা করবেই উনিও তাই করবেন। তাহলে নির্বাচনে দাঁড়ান, জিতে দেখান। গায়ের জোরে রাজ্যটাকে কেনার চেষ্টা করছেন রাজ্যপাল। জঙ্গলমহলে আমরা শান্তি ফিরিয়ে এনেছি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us