কেমিক্যাল রঙ নয়, ভেষজ রঙে দোল! রঙ দিয়ে পটের ছবি এঁকে গান গেয়ে বার্তা পটশিল্পীদের

বিশেষ বার্তা শিল্পীদের।

author-image
Anusmita Bhattacharya
New Update
potartist

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে কেমিক্যাল ব্যাবহার চলছে। সেক্ষেত্রে রঙেও মারাত্মক কেমিক্যাল থাকে যার ফলে স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়।মানুষ সহ বিভিন্ন প্রাণীর গায়ে ওই কেমিক্যাল রঙ লাগলে বিভিন্ন রোগে পড়তে হয়। তাই গাছ থেকে রঙ তৈরি করে পটের ছবি এঁকে গান গেয়ে এলাকাবাসীসহ মানুষজনকে সচেতন করলেন পিংলার নয়ার পটশিল্পীরা। এদিন তারা সেই ভেষজ রঙ দিয়েই হোলি খেললেন।

colorher