'নতুন TMC-এর শ্রেণীবিভাগ'! অর্থ কী?

তৃণমূলের শ্রেণীবিভাজন! রয়েছে তৃতীয় শ্রেণীতে থাকা ছাগলের তৃতীয় সন্তান! এসবের মানে কি? খোলসা করলেন বিজেপি নেতা।

author-image
Pallabi Sanyal
New Update
adsx

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে তৃণমূলের বঞ্চনা-প্রতিবাদকে কেন্দ্র করে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটেছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিক্ষোভে অংশ নেওয়া বাকি সাংসদ-নেতা-নেত্রীদেরকে আটক পর্যন্ত করেছিল দিল্লি পুলিশ। এবার তৃণমূলের শ্রেণীগত বিভাজন করলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়াড়ি। 

দিল্লি যাওয়ার জন্য ট্রেন, বিমান-বাধার পর জেলার কর্মী-সমর্থকরা বাসে করে রওনা হয়েছিলেন। ৫০টি বাসে দিল্লিতে পৌঁছিয়েছিলেন তারা। এদিকে বেশ কিছু বিধায়ক-নেতা-নেত্রী রাজধানী এক্সপ্রেসে করে দিল্লিতে গিয়েছিলেন। মন্ত্রীরা গিয়েছেন বিমানে। এবার এর ভিত্তিতেই হল বিভাজন। জিতেন্দ্রর এক্স হ্যান্ডেলের পোস্ট অনুযায়ী, যারা প্লেনে করে যান তারা নেতা। এরা হলেন নেতা। দ্বিতীয় শ্রেণীতে রয়েছেন দলের কর্মীরা যারা লাক্সারি বাসে করে দিল্লিতে যান। আর তৃতীয় শ্রেণীতে থাকা বিক্ষোভ দেখানো কর্মী-সমর্থকরা হল ছাগলের তৃতীয় সন্তান। প্রসঙ্গত, অভিষেক সহ বাকি তৃণমূল সাংসদদের আটক করার পর জেলায় জেলায় দেখানো হয় বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে চলে প্রতিবাদ প্রদর্শন। জেলার সেই সব কর্মীদের তৃতীয় শ্রেণীতে ফেলেছেন জিতেন্দ্র।