New Update
/anm-bengali/media/media_files/bxFcaVISWaMyuTVnLLVQ.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ ভয়ঙ্কর ঘটনা ঘটল ব্যারাকপুরে। একটি বেসরকারি স্কুলে গবেষণাগারে প্রশিক্ষণ চলাকালীন অগ্নিদগ্ধ হয়ে গেল পড়ুয়া। যন্ত্রণার দরুণ কার্যত ছোটাছুটি করতে থাকেন ল্যাবের ভিতর। পরিবারের অভিযোগ, স্কুলের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ছাত্রটি যাতে এই সংক্রান্ত বিষয়ে কাউকে না জানায় সেই নিয়েও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষর। একই সঙ্গে জখম ছাত্রের মায়ের বক্তব্য থানায় অভিযোগ করতে গেলে ব্যারাকপুর থানার পুলিশ ডায়রি নেয়নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের সদর বাজার এলাকায়। জানা গিয়েছে, একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণিতে পড়ত সৌভিক বিশ্বাস নামে ওই পড়ুয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us