New Update
/anm-bengali/media/media_files/wVAaIxftg0qYDz0MNAK9.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আজ মে দিবস। এই মে দিবসকে সামনে রেখে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টর সমর্থনে বিশাল মিছিল করল বামেরা। আজ সকালে প্রার্থী বিপ্লব ভট্টকে নিয়ে প্রেম বাজার পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় এবং আইআইটি-র ভিতরে প্রচার করেন বিপ্লব ভট্ট। আইআইটি-র গেটে ঢুকতে গেলে সেখানেই সুরক্ষা কর্মীরা এই মিছিলটাকে আটকানোর চেষ্টা করে ও অনুমতি আছে কিনা তা জানতে চায়। কোনও কথা না শুনেই একেবারে ধাক্কা মেরে সরিয়ে মিছিল ঢুকে গেল আইআইটি ক্যাম্পাসের ভিতরে। এরপর মিছিল তালবাগিচা ডিভিসির উদ্দেশ্যে রওনা দিল। প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় সরকারকে নানাভাবে কটাক্ষ করলেন বাম প্রার্থী বিপ্লব ভট্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us