New Update
/anm-bengali/media/media_files/2025/07/14/whatsapp-image-2025-07-14-2025-07-14-17-28-30.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সময়মতো পদক্ষেপে এক কিশোরীর প্রাণ বাঁচালেন গোপীবল্লভপুরের সিভিক ভলান্টিয়ার জয়ন্ত মাহাত। বিষক্রিয়ায় আক্রান্ত কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে CPR প্রয়োগ করে তার চেতনা ফেরান তিনি। এরপর অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করেন। ২০২৩ সালের সেন্ট জন্স অ্যাম্বুল্যান্স দ্বারা পরিচালিত ফার্স্ট-এইড প্রশিক্ষণই হয়ে ওঠে তার হাতিয়ার।
জয়ন্তর এই উদ্যোগে খুশি পুলিশ বিভাগ ও স্থানীয় প্রশাসন। প্রমাণিত হল সঠিক প্রশিক্ষণ ও মানবিকতা মিলেই বাঁচতে পারে একটি প্রাণ। জয়ন্তকে পুরস্কার তুলে দেন গোপীবল্লভপুরের এস.ডি.পিও পারভেজ সারফারাজ ও নয়াগ্রাম থানার আই.সি সুদীপ ঘোষাল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/07/fGs26HrirPxc9wsICMmm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us