ঝাড়গ্রাম: রবিবার ঝাড়গ্রাম শহরে এক বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে সূচনা হলো সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সি.আই.টি.ইউ.)-এর জেলা সম্মেলনের। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে মিছিলটি শেষ হয় সম্মেলন স্থলে। শ্রমজীবী মানুষের সক্রিয় অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে ঝাড়গ্রামের রাজপথ। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল সংগঠনের লাল পতাকা ও নানা দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড। এই উপলক্ষে উপস্থিত ছিলেন সি.আই.টি.ইউ.-এর জেলা ও রাজ্য স্তরের নেতৃবৃন্দ। তাঁরা কেন্দ্রীয় বিজেপি সরকারের শ্রমিকবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে জোরালো বক্তব্য রাখেন।
/anm-bengali/media/post_attachments/a6363e03-622.png)
সম্মেলন থেকে ১৭ দফা দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির উদ্যোগে ঘোষিত আগামী ৯ জুলাই ২০২৫-এর সারা ভারত ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়। সম্মেলনে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় এবং শ্রমিকস্বার্থ রক্ষায় সংগঠনকে আরও মজবুত করার সংকল্প গ্রহণ করা হয়। সম্মেলন জুড়ে ছিল একতা, প্রতিবাদ ও দাবি আদায়ের জোরালো বার্তা।