মৃত্যুর আগে ভানু বাগের জবানবন্দি নিতে পারল না CID!

এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড় ধাক্কা, মারা গেলেন মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ।

New Update
bmbv

নিজস্ব সংবাদদাতাঃ এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড় ধাক্কা, মারা গেলেন মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ। সিআইডি সূত্রে খবর, গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ তাঁর জবানবন্দি নেওয়ার চেষ্টা করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিলেন না ভানু বাগ। ৮০ শতাংশ পোড়ার ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সব মিলিয়ে কথা বলা যায়নি, মেলেনি মৃত্যুকালীন জবানবন্দিও।

উল্লেখ্য, কটকের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগ। ভানুর বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি হত বলে অভিযোগ। ১৬ মে ভানুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন ভানু বাগ, শরীরের ৮০% পুড়ে গিয়েছিল। বিস্ফোরণের পর বাইকে চেপে এলাকা থেকে পালান ভানু বাগ। ছেলে-ভাইপোর সঙ্গে বাইকে চেপে পালান তিনি। বাইকে করে প্রথমে বালেশ্বর যান ভানু, ভর্তি করা হয় এফএমএমসিএইচ হাসপাতালে। অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হওয়ার কথা বলেছিলেন সেখানকার ডাক্তারদের। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কটকের রুদ্র হাসপাতালে স্থানান্তরিত করা হয়।