ছোটবাজার সার্বজনীন দুর্গাপুজো সমিতি, এবছর নারী সুরক্ষাতেই জোর

'পূজা প্যান্ডেল এর দুটি টাওয়ার আমরা দুজন মহাপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
hyukoioplpplp

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পুরোনো পুজো গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় পুজো হল ছোটবাজার সার্বজনীন দুর্গাপুজো সমিতি। এই বছর এই পূজা কমিটি ৮২ তম বর্ষে পদার্পণ করলো। 

উদ্যোক্তারা পুজোর প্যান্ডেল এর থিম হিসেবে তুলে ধরেছেন মালয়েশিয়া টুইন টাওয়ার। এই পূজা প্যান্ডেলের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ও প্যান্ডেল এর শেষ মুহূর্তের কাজ এখনও চলছে। তার মধ্যেই মানুষ জন আসছেন প্যান্ডেল দেখতে।

nmjhiulo

ছোটবাজার সার্বজনীন দুর্গাপুজো সমিতির সেক্রেটারি অরুণ চৌধুরী বলেন, “আমরা মালয়েশিয়া টুইন টাওয়ার-এর অনুকরণে এই প্যান্ডেল করেছি। কিন্তু এই পূজা প্যান্ডেল এর দুটি টাওয়ার আমরা দুজন মহাপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। একজন রাজা রামমোহন রায় এবং অপরজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এনারা দুজন নারী শিক্ষা, নারী শক্তির প্রতীক। নারী দের ক্ষেত্রে বাংলা তথা সারা বিশ্ব কে এই মহাপুরুষরাই পথ দেখিয়েছেন। নারী দের প্রতি যে লাঞ্ছনা, অবমাননা হচ্ছে, সেটা যাতে বন্ধ হয় তার জন্যই এই Twin Tower এর একটি টাওয়ার হল নারী শক্তি এবং আরেকটি টাওয়ার হল নারী সুরক্ষা।

mjkilop

i