ভয়াবহ গ্যাস লিক কাণ্ড! রাতারাতি অসুস্থ একের পর এক

হঠাৎ করে কিভাবে ক্লোরিন গ্যাসের মত মারাত্মক গ্যাস লিক করল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-02 at 3.55.41 PM

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : সোমবার রাত্রি ৭.৩০টা নাগাদ পাণ্ডবেশ্বরের জনস্বাস্থ্য কারিগরি দফতরে ক্লোরিন গ্যাস লিক করে আতঙ্ক ছড়ায়। ক্লোরিন গ্যাস এলাকার আশেপাশে ছড়িয়ে পড়ায় অসুস্থ হয়ে পড়েন এলাকার বহু মানুষ। ঘটনায় গুরুতরভাবে অসুস্থ ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন যায়। জনস্বাস্থ্য কারিগরি দফতর এলাকা ঘিরে ফেলা হয়। এলাকার চারপাশে ক্লোরিন গ্যাস লিক করে ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জল সরবরাহের জন্য সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দফতরটি রয়েছে। গ্যাস লিক করার ঘটনা প্রসঙ্গে তৃণমূলের কেন্দ্রা অঞ্চল সভাপতি যমুনা ধীবর বলেন যে খবর পেয়েই সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে চলে যান ও দেখেন রাস্তার উপর বেশ কয়েকজন মানুষ অচৈতন্য অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাদের পাণ্ডবেশ্বর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ও ,কারুর কারুর অবস্থা বিশেষ আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

WhatsApp Image 2025-09-02 at 3.55.48 PM