মদনশোল গ্রামে চিতল হরিণের আগমন ঘিরে চাঞ্চল্য

এমন দৃশ্য দেখে চমকে ওঠেন এলাকাবাসী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Deer

File Picture

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের মদনশোল গ্রামে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো স্থানীয় বাসিন্দারা। সকালবেলায় হঠাৎ করেই গ্রামের মাঝে দেখা যায় একটি পূর্ণবয়স্ক চিতল হরিণ। এমন দৃশ্য দেখে চমকে ওঠেন এলাকাবাসী। মুহুর্তের মধ্যেই ভিড় জমে যায় গোটা গ্রামে।

WhatsApp Image 2025-06-05 at 19.09.17

স্থানীয় সূত্রে জানা গেছে, এই চিতল হরিণটি ঝাড়খণ্ড সীমান্তবর্তী জঙ্গল থেকে পথ হারিয়ে মদনশোল গ্রামে চলে আসে। হরিণটিকে ঘিরে উৎসাহী জনতা ভিড় করলেও কেউ তাকে ক্ষতি করেনি, বরং বন দপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঝাড়গ্রাম বন দপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিরাপদে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, হরিণটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সুস্থ রয়েছে। এরপর তাকে নয়াগ্রামের গভীর জঙ্গলে পুনরায় ছেড়ে দেওয়া হয়।