/anm-bengali/media/media_files/2025/09/11/whatsapp-image-2025-09-11-2025-09-11-14-20-04.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: চাঞ্চল্যকর ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার অন্তর্গত সানঝরিয়া গ্রামে। ২ বছরের এক শিশু হঠাৎ খেলার ছলে বাড়ির লোকের অগোচরে একটি চাবি খেয়ে ফেলে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটতেই পরিবারে শুরু হয় চরম উৎকণ্ঠা। শিশুটিকে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর সোমবার তাকে স্থানান্তর করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে শিশুটি আপাতত সংকটমুক্ত হলেও খাদ্যনালিতে আটকে থাকা চাবিটি অপারেশনের মাধ্যমে বের করতে হতে পারে। আপাতত শিশুটি পর্যবেক্ষণে রয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, শিশুকে সাময়িক সময়ের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে। তবে চিকিৎসকের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। এলাকায় এই খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/11/whatsapp-image-2025-09-11-2025-09-11-14-20-39.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us