New Update
/anm-bengali/media/media_files/wAPG6oOhudL40OFUosNu.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২২ এপ্রিল মেদিনীপুরে আসছেন। সেই উপলক্ষে শনিবার ডেবরা অডিটোরিয়াম হলে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি মিটিং। উপস্থিত থেকে নির্দেশ ও পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া। ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত , জেলার চেয়ারম্যান রাধাকান্ত মাইতি সহ জেলা কমিটির সকল সদস্য , শাখা সংগঠনের সভাপতিগণ , সকল ব্লক সভাপতি , শহর সভাপতি ও অনান্য নেতৃবৃন্দ। মন্ত্রী জানান, "২২ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাষনিক সভা রয়েছে। কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত কর্মীরা ওনার বক্তব্য শুনতে যাবো।তাই আমরা প্রত্যেকটি ব্লকে ব্লকে মিটিং করছি। আমিও পিংলা আর সবংয়ে দুদিন থেকে মিটিং করছি।"
/anm-bengali/media/media_files/iwXNguWTDm2jVUJmt1wY.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us