/anm-bengali/media/media_files/2025/05/15/OTnXDMe7m9ixBibblavX.jpeg)
পাঁশকুড়া: প্রকাশিত হয়েছে CBSE-র দশম শ্রেণীর ফলাফল। পাঁশকুড়ার বিবেকানন্দ মিশন হাই স্কুলের দুই কৃতি ছাত্রী রাজ্যের বিশেষ স্থান করে নিয়েছে। CBSE-র দশম শ্রেণীতে রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছেন অহনা মাইতি। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। বিষয় ভিত্তিক নম্বর ইংরেজি -৯৯, বাংলা-৯৯,গণিত -১০০,বিজ্ঞান-৯৮ এবং সামাজ বিজ্ঞান-৯৯। অহনার বাবা ব্লক অফিসার এবং মা স্কুল শিক্ষিকা। আহনা গান, নাচ ও ছবি আঁকতে ভালো লাগে। তবে ছবি আঁকতে বেশি ভালো লাগে। আগামীদিনে একজন চিকিৎসক হতে চায়। বিবেকানন্দ মিশন হাই স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। উচ্চমাধ্যমিকে ভাল ফলাফল করার লক্ষ্য রয়েছে। তার পর চিকিৎসক হওয়ার প্রস্তুতি শুরু করবে বলে জানিয়েছে অহনা। পড়াশোনার ফাঁকে বিভিন্ন ধরনের ছবি তুলির টানে ফুটিয়ে তোলে।
এই স্কুলের অপর এক ছাত্রী ঈশানী দে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর - ৪৯২, বিষয় ভিত্তিক নম্বর - ইংরেজি -৯৬,বাংলা-৯৮,গণিত-১০০, বিজ্ঞান -৯৯ এবং সমাজ বিজ্ঞান -৯৯। ঈশানীর বাবা ইঞ্জিনিয়ার এবং মা স্কুল শিক্ষিকা। ঈশান গান শুনতে এবং গান গাইতে ভালো লাগে। পড়াশোনার ফাঁকে আপন মনে গান গাইতে থাকে। আগামী দিনে একজন চিকিৎসক হতে চায় সে। স্কুলে মোট ২২৯ জন পড়ুয়া দশম শ্রেণীতে পরিক্ষা দিয়েছে। যার মধ্যে ১৫৩ জন প্রথম বিভাগে পাশ করেছে।
স্কুলের এই ফলাফলে খুশি রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্কুল পরিচালন কমিটির সভাপতি সৌমেনকুমার মহাপাত্র। তিনি জানান, " দশম শ্রেণীর পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় আমাদের স্কুলের দুটি ছাত্রী রয়েছে। স্কুলের ফলাফলে ভীষণ খুশি। আগামীদিনে যাতে স্কুল থেকে আরও কৃতি ছাত্রছাত্রী তৈরি হয়ে রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করে তার চেস্টা করা হবে।
/anm-bengali/media/post_attachments/0ac3e7ce-b9d.png)
অপরদিকে হলদিয়ার ডিএভি পাবলিক স্কুলে দশম শ্রেণীর পরীক্ষায় ভালো পল করেছে মহিষাদলের সৃজন সাঁতরা। তার প্রাপ্ত নম্বর ৪৮৬। বিষয় ভিত্তিক নম্বর, - ইংরেজি -৯৭,বাংলা-৯৭,গণিত-৯৬,বিজ্ঞান -৯৭,সমাজ বিজ্ঞান -৯৯। সৃজনের বাবা প্রথমিক বিদ্যালয়ে শিক্ষক মা, গ্রাম পঞ্চায়েত সদস্য।সৃজন মাউথ অর্গান বাজাতে ভালো বাসে।পড়াশোনার ফাঁকে মাউথ অর্গান বাজানোর পাশাপাশি বিভিন্ন ধরনের মডেল বানাতে ভালোবাসে। সৃজন ইঞ্জিনিয়ার হতে চায়। রাজ্যের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের মতো CBSE বোর্ডের কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি কৃতি ছাত্রীরা ও তাদের পরিবার।।
/anm-bengali/media/post_attachments/456dc64d-058.png)
/anm-bengali/media/post_attachments/7f3ca6ec-751.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us