/anm-bengali/media/media_files/JWECgYX99p5nF4IVGmNH.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Balasore Train Accident) আহতদের দেখতে পশ্চিম মেদিনীপুর জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ মেদিনীপুর শহরে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। তার আগে কলকাতা থেকে উড়িষ্যার ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখান থেকে ফিরে মেদিনীপুর হাসপাতালে পৌঁছে দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে। যেতে পারেন জেলার অন্যান্য হাসপাতালেও। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের নিয়ে এসে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেই কাজে ভালো ভূমিকা নিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও পুলিশ। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রশংসা পেতে পারে জেলা পুলিশ প্রশাসন। অন্যদিকে দুর্ঘটনায় জেলার বিভিন্ন হাসপাতালে ১৬৯ জন আহত অবস্থায় ভর্তি ছিলেন। তার মধ্যে গুরুতর জখম না হওয়ায় ৯৮ জনকে ছুটি দেওয়া হয়েছে এবং চারজন গুরুতর হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। জেলায় মোট ৬৫ টি মৃতদেহ এসে পৌঁছায়। তার মধ্যে ২৭ জনের ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা শাসক খুরশীদ আলি কাদেরী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us