New Update
/anm-bengali/media/media_files/Wo4CJX3wo9ms5BlEMv0T.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ ১৪ নভেম্বর শিশু দিবস। আজকের এই দিনটি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন হিসেবে সারা দেশ জুড়ে পালিত হয়। বলা হয় যে, তিনি শিশুদের খুবই স্নেহ করতেন। তাই তার জন্মদিনটিকেই 'শিশু দিবস' হিসেবে পালন করা হয়। শিশুরা তাঁকে 'চাচা নেহেরু' নামেই ডাকত।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
এই শিশু দিবস উপলক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার 'এক্স' হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন ' শিশুরাই ভবিষ্যতের আলোকবর্তিকা '।
— Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2023
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us