লালকেল্লা বিস্ফোরণের প্রভাব—দক্ষিণ পূর্ব রেলওয়েতে বিশেষ তল্লাশি অভিযান

খড়গপুর ডিভিশনে কড়া নিরাপত্তা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-11 at 3.25.18 PM

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলওয়ে তাদের আওতাধীন সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশন ও চলন্ত ট্রেনে বিশেষ চেকিং শুরু করেছে। বিশেষ করে খড়গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনেই কড়াকড়ি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সকালে খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে ২২৮১২ নিউ দিল্লি–ভুবনেশ্বর তেজস রাজধানি এক্সপ্রেস স্টেশন ঢোকার পরই শুরু হয় বিশেষ তল্লাশি অভিযান। স্টেশন প্রাঙ্গণ, প্ল্যাটফর্ম, অপেক্ষমান কক্ষ, ফুটওভার ব্রিজ সহ স্টেশনের প্রতিটি সংবেদনশীল এলাকায় RPF (রেল সুরক্ষা বাহিনী) সদস্যরা তল্লাশি চালান।

ট্রেন থামার পর রাজধানি এক্সপ্রেসের বগিতেও চলে কঠোর চেকিং। যাত্রীদের লাগেজ, হ্যান্ডব্যাগ, সন্দেহজনক কোনও প্যাকেট—সবকিছুই পরীক্ষা করা হয়। হিজলি RPF-এর এক অফিসার জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রতিটি গুরুত্বপূর্ণ ট্রেনে স্কাউটিং টিম মোতায়েন করা হয়েছে। যাত্রাপথে কোনও ঝুঁকি এড়াতে ট্রেনের ভেতরেও নজরদারি বাড়ানো হয়েছে।”

RPF-এর স্কাউটিং টিম হিজলি থেকে ভুবনেশ্বর পর্যন্ত ট্রেনের সঙ্গে থেকে যাত্রীদের চলাচল পর্যবেক্ষণ করে। ট্রেনে চড়া যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হয়, পাশাপাশি কোনও সন্দেহজনক ব্যক্তি বা বস্তু পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়।

দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে—বর্তমানে নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেশন ও ট্রেনে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা চলবে। যাত্রীদের সহযোগিতারও অনুরোধ জানানো হয়েছে।

লালকেল্লা বিস্ফোরণের ঘটনার পর জনসাধারণের মধ্যে উদ্বেগ থাকলেও, রেল কর্তৃপক্ষের তৎপরতা যাত্রীদের মধ্যে আস্থা বাড়াচ্ছে।

WhatsApp Image 2025-11-11 at 3.25.18 PM (1)