বোনাস আর মজুরি! উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা

কি বলছে শ্রমিকরা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-27 at 4.42.51 PM

হরি ঘোষ, দুর্গাপুর: বোনাস আর মজুরি ইস্যুতে ফের উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা। দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকাদার এবং তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল অস্থায়ী শ্রমিকরা। বুধবার সকাল থেকে শুরু হল উত্তেজনা। 

ঠিকা শ্রমিকদের অভিযোগ, শ্রমিক সংগঠনের বর্তমান কোর কমিটির ব্যর্থতার জন্যই তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিগত দিনে তৃণমূল শ্রমিক সংগঠনের কমিটি তাদের সমস্যার কথা শুনত এবং সেগুলি সমাধান করত। কিন্তু বর্তমানে চরম সমস্যা হচ্ছে তাদের। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে। এক কর্মী বলেন, "দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর সেকশন মিল বন্ধ হয়ে আছে। আমরা কোর কমিটির সদস্যদের একাধিকবার জানিয়েছি। কিন্তু তারা কেউ দেখতে আসেনি। আগে ১১% বোনাস পেতাম। কিন্তু বর্তমানে ৮.৩৩% বোনাস দিতে চাইছে। পে স্লিপ দেওয়া হচ্ছে না। আমরা পরিশ্রম করছি কিন্তু মজুরি পাচ্ছি না। এই কোর কমিটির কাছে আমরা একাধিকবার অভিযোগ করেছি। কিন্তু কোনও কাজ হয়নি। তাই আমরা বিক্ষোভে নেমেছি"। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "শ্রমিকরা পরিশ্রম করছে অথচ মজুরি পাচ্ছে না। তারা সেই জন্য আন্দোলন করছে। আর তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কোর কমিটি ঘুমিয়ে গেছে। তারা যে শ্রমিকদের সমস্যা নিরসন করতে ব্যর্থ তা বারেবারেই প্রমাণ হচ্ছে"। তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন, "শ্রমিকদের সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত লড়ছি। দুর্গাপুর ইস্পাত কারখানার কাছে আমরা দাবি রাখব যাতে শ্রমিকদের সমস্যা দ্রুত দূর হয়"।

WhatsApp Image 2025-08-27 at 4.59.16 PM