Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টারে উচ্ছেদকে ঘিরে ব্যাপক উত্তেজনা। এডিডিএ-এর আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ হকারদের। ঘটনায় আটক ৪ বিক্ষোভকারী।
সোমবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের জংশন মল সংলগ্ন এলাকায় প্রায় ১৪ থেকে ১৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযানে নামে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আগাম নোটিসের পর এদিন বিশাল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হতেই অভিযানে থাকা সংশ্লিষ্ট আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে হকার্সরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের জংশন মল এলাকায়। এরপর পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভকারীদের ৪ জনকে আটক করা হয়। শুরু হয় উচ্ছেদ অভিযান। এডিডিএ সূত্রে খবর, আগামী দিনেও সমগ্র সিটি সেন্টার জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান চলবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us