কলেজের অধ্যক্ষর রুমে ABVP-TMCP হাতাহাতি! ভিডিও ভাইরাল, চুপ কলেজ কর্তৃপক্ষ!

কি নিয়ে ঝগড়া?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-20 at 7.05.02 PM

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: প্রেম ঘটিত বিষয়ে নিয়ে নন্দীগ্রাম কলেজে প্রিন্সিপালের রুমেই হাতাহাতি এবিভিপি ও টিএমসিপি-র মধ্যে। আর সেই ভিডিও ভাইরাল হলো সমাজ মাধ্যমে।

জানা যাচ্ছে, কোনও এক বহিরাগতকে নিয়ে প্রেম সংক্রান্ত বিষয়ে ঝামেলা ও মারধর করার অভিযোগ ওঠে গতকাল। সেই অভিযোগ নিয়ে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যক্ষ সামু মৌলীর কাছে গেলে সেই প্রিন্সিপাল রুমেই এবিভিপি ও টিএমসিপির সদস্যদের বচসা থেকে মারধর করার অভিযোগ উঠল একে অপরের বিরুদ্ধে। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। দুই ছাত্র সংগঠনের দাবি একে অপরের বিরুদ্ধেই। যদিও কলেজের অধ্যক্ষ এই নিয়ে কোনই প্রতিক্রিয়া দিতে রাজি হননি।