অধিকারী গড় তৃণমূলের দখলে রাখতে বিশেষ সভা চন্দ্রিমা ভট্টাচার্যের

কি বার্তা দিলেন নেত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-08 at 2.50.42 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: ২০২৬- এর বিধানসভা নির্বাচন আর হাতেগোনা কয়েক মাস পরেই। ঠিক তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে মহিলাদের নিয়ে একটি কর্মী সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভাকে মাথায় রেখে প্রত্যেকটা মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে কেন্দ্র সরকারের বঞ্চনা ও বিমার উপরে জি এস টি প্রত্যাহারের নানা ধরনের ইসু সংক্রান্ত বক্তব্য তুলে ধরলেন। এরই সাথে আগামী দিনে মহিলাদেরকে আরো এগিয়ে আসতে হবে এবং আগামী দিনে নির্বাচনের প্রাক্কালে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে কাউন্সিলররা প্রত্যেকেই যেন নিজের যে দায়িত্ব রয়েছে সেগুলিকে পালন করেন সেটাই আরও একবার স্মরণ করিয়ে দিলেন তিনি। 

পূর্ব মেদিনীপুর জেলার অধিকারী গড় যেন প্রকার নিজেদের ঝুলিতে আনতে শাসক দল যে মরিয়া তা এই মিটিংয়ে বুঝিয়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

asas