/anm-bengali/media/media_files/2025/09/13/whatsapp-image-2025-09-13-2025-09-13-21-36-34.jpeg)
নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: ২০২৬ সালের নির্বাচন আর বেশি দূরে নেই। তাই দলের প্রতিটি শাখাকেই সক্রিয়ভাবে নেমে পড়তে হবে ময়দানে। সেই লক্ষ্যেই মহিলা কর্মীদের চাঙ্গা করতে খড়গপুরে এক কর্মীসভার আয়োজন করেছিল মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। রাজবাড়ি ময়দানের সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মামনি মান্ডির ডাকে এদিন সভায় সদস্যদের উপস্থিতি ছিল নজরকাড়া।
নির্বাচনে প্রচারের অভিমুখ কী হবে এদিন সেকথাই যেন জানিয়ে গেলেন রাজ্য সভানেত্রী। তিনি বলেন, "খোকাকেও যেমন অধিকার দেওয়া হচ্ছে তার ভাগ্য নির্ধারণ করার জন্য। সে যতটা খুশি পড়াশোনা করবে। তেমনই খুকুকেও সাহায্য করা হবে। সে জন্যই কন্যাশ্রীর ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলারা যে সম্মান পেয়েছি, তা দিদির জন্য। মেয়েরা চায় সম্মান। তা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক – সব দিক দিয়ে। সারা পৃথিবীর মেয়েরা তা এখনও পায়নি। কিন্তু দিদির জন্য বাংলার মেয়েরা পেয়েছে"। আগামি দিনে গ্রাম থেকে শহর – নির্বাচনী প্রচারের ময়দানে মেয়েদের সম্মান, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রভৃতি প্রকল্পের কথা সবার সামনে যে তুলে ধরতে হবে, সে কথাই যেন বুঝিয়ে গেলেন তিনি। চন্দ্রিমা ভট্টাচার্য, মামনী মান্ডি ছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা সহ মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূলের নেতৃত্বরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/13/whatsapp-image-2025-09-13-2025-09-13-21-36-54.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us