মুখ্যমন্ত্রীর ধমকের পর তৎপরতা! বাজার ঘুরে দাম জিজ্ঞাসা করা হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের

বেশি দামে সবজি, মাছ বা মাংস বিক্রি হচ্ছেকিনা তা দেখতে নামল পুলিশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
COVERcmmarket

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর বৈঠকের পর তৎপর পুলিশ-প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেটসহ জেলার বিভিন্ন প্রান্তের মার্কেট গুলিতে সরেজমিনে সবজির বাজার দর খতিয়ে দেখতে হাজির প্রশাসনিক আধিকারিকরা। ক্রেতাদের জিজ্ঞাসা করা হচ্ছে কত দরে সবজি কিনেছেন তারা। কত দরে বিক্রি করছেন বিক্রেতারা? এমনকি মাংস ও মাছের ক্ষেত্রেও দাম জিজ্ঞাসা করা হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বাজারের অগ্নিমুল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বাজারে আকাশ ছোঁয়া সবজির দাম নিয়ে রীতিমতো প্রশাসনের আধিকারিকদের কড়া বার্তা দেন। মুখ্যমন্ত্রীর বার্তার পরই এবার নড়েচড়ে বসল প্রশাসনের আধিকারিকরা। তেমনই আজ সকাল সকাল জেলার বৃহৎ বাজার চন্দ্রকোনার রেগুলেটেড বাজারে হানা দেয় প্রশাসনের আধিকারিকরা। সবজি থেকে মাছ-মাংস সব ক্ষেত্রেই ঘুরে ঘুরে বাজার মূল্য যাচাই করে তারা। 

Adddd