বাংলাদেশী সন্দেহে ২৬ জুন থেকে ওড়িশায় বন্দী চন্দ্রকোনার শেখ হানিফ আলী

এখন কোথায় রয়েছে সে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-02 at 8.12.56 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বাংলাদেশী সন্দেহে ২৬ জুন থেকে চন্দ্রকোনার বাসিন্দা শেখ হানিফ আলী ওড়িশার কটক জেলার অন্তর্গত বারাঙ্গা থানায় বন্দী রয়েছেন। উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। শেখ হানিফ আলীকে বাড়িতে ফিরিয়ে আনতে ভাই শেখ রিয়াজ আলী আবেদন জানিয়েছেন থানা, জেলা পুলিশ সুপার সহ রাজ্যের মুখ্য সচিবের কাছে। পরিবারের দাবি হানিফ আলীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বর্তমানে থাকা সত্ত্বেও বারাঙ্গা  থানা তাকে বাংলাদেশী সন্দেহে আটক করেছে।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বেড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা শেখ হানিফ আলী কাঠের কাজে কটক জেলায় কর্মরত একজন পরিযায়ী শ্রমিক। শেখ হানিফ  আলীর পরিবার চাইছে রাজ্য সরকারের হস্তক্ষেপে তাদের ছেলে বাড়িতে ফিরে আসুক। 

Screenshot 2025-07-02 173711