/anm-bengali/media/media_files/2025/07/18/cover-29-2025-07-18-22-19-56.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তর কমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তবে এখনও বেশকিছু জায়গায় মাঠে জল জমে রয়েছে। জলে ডুবে রয়েছে ফসল ও সবজি। চন্দ্রকোনায় পরিস্থিতি স্বাভাবিক হলেও,থমকে রয়েছে ঘাটালের শিলাবতী নদীর জলস্তর। যার জেরে প্লাবিত ঘাটালে ধীরগতিতে বাড়ছে বন্যার জল, জলবন্দি ঘাটালের লক্ষাধিক মানুষ।
নতুন করে ঘাটাল-আরামবাগ রাজ্য সড়কে মারিচ্যা এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন, বন্ধ যান চলাচল। বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকায় তাই ত্রাণ সামগ্রী সহ দুপুরের রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন।
স্বাস্থ্য দপ্তরের তরফে খোলা হয়েছে মেডিক্যাল ক্যাম্প। ডিঙি নৌকা নিয়ে ঝুঁকি নিয়ে প্লাবিত এলাকায় প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দিচ্ছে আশাকর্মীরা।
অন্যদিকে, দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন। সেখানেও জলে ডুবে রাস্তাঘাট, চলছে নৌকা। দাসপুরের রাজনগরেও প্রশাসনের তরফে ত্রাণ সামগ্রী সহ অন্যান্য পরিষেবা প্রদান করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us