নিজস্ব সংবাদদাতা: এক ছাত্রী মাধ্যমিক দিতে এসে দেখে সে তার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে এবং নেতাজি গার্লস স্কুলের বাইরে কাঁদতে শুরু করে। শ্রীরামপুর টিজি-র এসআই সুব্রত ধর অবিলম্বে তাকে শ্রীরামপুরের ছোট বেলুতে তার বাড়িতে নিয়ে যান। ছাত্রীটি অ্যাডমিট কার্ড সংগ্রহ করে এবং যথাসময়ে তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন এসআই। আধিকারিকের এই ভূমিকায় খুশি পরীক্ষার্থীরা।
ফেসবুকে এই মর্মে চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে একটি পোস্ট করা হয় এবং সেখানে বার্তা দেওয়া হয় যে চলমান পরীক্ষার সময় কোনো সাহায্যের প্রয়োজন হলে অনুগ্রহ করে আপনাকে স্থানীয় থানায় বা চন্দননগর পুলিশ কমিশনারেট কন্ট্রোল রুমের ৯১৪৭৮৮৯৩৫৭ নাম্বারে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাথে যোগাযোগ করতে হবে।
/anm-bengali/media/post_attachments/abf19a00f1d60a6cd60b21cda19743be270f88afbdc1497882a6b6c1a76b0e55.jpeg)
/anm-bengali/media/post_attachments/ea6bdaac8db18ccbc56c2ba28e9ae57af925c8028edc9e2dd23d801deb37a12d.jpeg)
/anm-bengali/media/post_attachments/9a4b831dcd19a48c9290d4a4123c55e27afa1f5e57314841fd8c45df8e5e3f10.jpeg)