New Update
/anm-bengali/media/media_files/szNEli04Qn3kPeZUwiZ8.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা : ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনীতির ময়দানে নিজেদের আরো শক্তিশালী করছে শাসক-বিরোধী সব শিবিরই। দফায় দফায় বৈঠক থেকে আলাপ-আলোচনা চলছে। এবার বিজেপির লোকসভা প্রবাস কর্মসূচিকে সামনে রেখে আসরে নামলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ২-৩ সেপ্টেম্বর ঘাটাল লোকসভা কেন্দ্রে দিনভর কর্মসূচি রয়েছে তার। জনসংযোগ থেকে শুরু করে নতুন ভোটারদের সঙ্গে বুথের পরিচয় করিয়ে দেওয়া,পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা থেকে যৌথ মোর্চা সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। কোথায়, কখন যাবেন, দেখে নিন তালিকা।
/anm-bengali/media/media_files/bTSRHGDWXBfrsjgQlQm5.jpg)
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us