কেন্দ্রীয় বাহিনীর দাবি মামলা খারিজ

ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

author-image
Jaita Chowdhury
New Update
সরকার নির্ধারিত সহায়ক মূল্য বোঝাতে গিয়ে চাষীদের ক্ষোভের মুখে বিডিও ও কৃষি আধিকারিক

নিজস্ব সংবাদদাতা: কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি। মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 'যেহেতু মামলাকারী সমবায় ব্যাঙ্কের সদস্য এবং নিজে একজন ভোটার তাই এই মামলা জনস্বার্থে হতে পারে না', মন্তব্য প্রধান বিচারপতির। 'আইনে যা সংস্থান রয়েছে সেটা অনুযায়ী পদক্ষেপ করতে পারেন মামলাকারী', আগামী শনিবার কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন। আগে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 

বিজেপি শাসনে প্রতি ঘণ্টায় একজন কৃষক মারা যাচ্ছে, দাবি কংগ্রেসের