জঙ্গলমহলে কেন্দ্রীয় বাহিনী!

ঝাড়গ্রামে প্রবেশ করল কেন্দ্রীয় বাহিনী। ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। লক্ষ্য একটাই। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন।

author-image
Pallabi Sanyal
New Update
113



নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে সেন্ট্রাল ফোর্সের রুট মার্চ শুরু হলো শনিবার। সাঁকরাইল থানার পুলিশ এই  ফোর্স নিয়ে এলাকায় রুট মার্চ করলো বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীদের সঙ্গেও কথা বলতে দেখা গেলো বাহিনীর জওয়ানদের। একসময় জঙ্গলমহলে কেন্দ্রীয় বাহিনীর রমরমা ছিল।তারপর বেশ কিছু ব্যাটেলিয়ান তুলেও নেওয়া হয়।তারপর ফের পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু।

12

ঝাড়গ্রামের সাঁকরাইলে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে আজ সকালে। শনিবার সাঁকরাইল থানার অন্তর্গত পাকুড়িয়া, নেকড়াশুলি, তেঁতলা,  বাগমারী, সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করল। সাথে সাঁকরাইল থানার এ.এস.আই বিনয় দোলাই ও রুটমার্চের সময় পাড়ায় পাড়ায় ঘোরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।  মানুষজনদের সঙ্গে কথা বলে জানতে চান ভয়-ভীতি আছে কিনা? হুমকি কেউ দিচ্ছে কিনা। পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তি এড়াতে চলছে টহল।