/anm-bengali/media/media_files/IaaeBFlr8r9nU4hMoT3w.jpg)
নিজস্ব সংবাদদাতা : তিহারে গরু পাচার মামলায় বন্দি তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। সামনেই পঞ্চায়েত নির্বাচন। দিকে দিকে ঘটছে অশান্তির ঘটনা। বীরভূম থেকে কম বোমা উদ্ধার হয়নি। কিন্তু এসবের থেকে অনেক দূরে কেষ্ট মণ্ডল। দিন কাটছে কারাগারে। বীরভূমের দায়িত্ব ফিরহাদ হাকিমের ওপর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেষ্টহীন বীরভূমে পা রাখল কেন্দ্রীয় বাহিনী। শুরু রুট মার্চ। স্থানীয়দের সঙ্গে কথাও বলেন জওয়ানরা। ভোটে শান্তি বজায় রাখতে বদ্ধ পরিকর তারা।
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর পরিকল্পনা ছিল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের। মনোনয়ন পর্বে যেভাবে রক্ত ঝরেছে তা দেখে শঙ্কিত হয়ে ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছিল বিরোধীরা। জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইমতো রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রথম দফায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেওয়া হয়। বীরভূমের বোলপুর থানা অন্তর্গত রায়পুর সুপুর অঞ্চলে সকাল থেকেই বিভিন্ন গ্রামে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
#WATCH | Central forces conduct flag march in some areas of Birbhum ahead of Panchayat elections in West Bengal. pic.twitter.com/APGM0i6VfA
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us