New Update
/anm-bengali/media/media_files/BwvgEJDqzX5jDYSSVwWB.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কোচবিহারে যত সময় গড়াচ্ছে ততোই যেন সন্ত্রাস জাঁকিয়ে বসছে। শীতলকুচি, দিনহাটা সহ একাধিক এলাকা বিজেপি-তৃণমূলের সন্ত্রাসে উত্তপ্ত। ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থেকেও সন্ত্রাস মুক্ত হচ্ছে না কোচবিহার জেলা। রীতিমতো আতঙ্কে গণতন্ত্রের অধিকার প্রয়োগ করছেন সাধারণ ভোটাররা।
/anm-bengali/media/media_files/PYj7o5M8rvouJOlEmYV8.png)
শীতলকুচির ২৮৬ নম্বর বুথে এবার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই। তৃণমূল কর্মীরা অভিযোগ করলেন, এই বুথে বিজেপির কর্মীরা বলপূর্বক রিগিং করছেন, আর কেন্দ্রীয় বাহিনী তাঁদের সাহায্য করছে। এই নিয়ে তৃণমূল কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালে তখন বাহিনী আসে তাঁদেরকে বোঝাতে, আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
/anm-bengali/media/media_files/m1HYzBjJJMfP3Be2bZ7i.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us