New Update
/anm-bengali/media/media_files/2025/10/16/whatsapp-image-2025-10-16-2025-10-16-15-00-41.jpeg)
রাহুল তিওয়ারি, আসানসোল: আসানসোলের বালি ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির অভিযান। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মুর্গাশোলে অবস্থিত বালি ব্যবসায়ী বাগাড়িয়ার বাড়িতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অভিযান চালিয়েছে। এই অভিযানের ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই অভিযান নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ এটিকে আয়কর বিভাগের অভিযান বলে দাবি করছেন, আবার কেউ কেউ বলছেন এটি ইডি টিম।
জানা গেছে যে বৃহস্পতিবার সকালে বাগাড়িয়া পরিবার ঘুম থেকে ওঠার কিছু পরেই কেন্দ্রীয় টিম তাদের বাড়িতে পৌঁছয়। জানা গিয়েছে যে ওই টিমে প্রায় ৪০ জন ছিল। তারা প্রথমে সকলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এবং তারপর তদন্ত শুরু করে। জানা যায় যে ওই সিন্ডিকেট রাজ্যের বিভিন্ন জেলায় বালির ঘাট পরিচালনা করত এবং কোটি কোটি টাকার লেনদেন করত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/16/screenshot-2025-10-16-150419-2025-10-16-15-04-38.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us