/anm-bengali/media/media_files/2025/12/03/whatsapp-image-2025-12-03-at-7-2025-12-03-20-06-08.jpeg)
KKK
নিজস্ব সংবাদদাতা : আজ ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হল বোলপুরে গীতাঞ্জলি শান্তিদেব কক্ষ গৃহে। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বোলপুর এলাকায় প্রতিবন্ধীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রতিবন্ধী দিগকে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। যাতে তারা নিজেদের সুবিধা মত আসা-যাওয়া ও চলাফেরা করতে পারে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা সেবকস ও জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এছাড়াও সহযোগিতায় বীরভূম জেলা প্রশাসন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/07/kajal-sheikh-2025-11-07-13-56-48.png)
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবকসের সভাপতি শ্রী সুশীল কুমার চৌধুরী, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা , পৌর মাতা বোলপুর পৌরসভা পর্ণা ঘোষ , পার্থ দাস গুপ্ত জেলা সমাজকল্যাণ আধিকারিক, বোলপুর মহকুমা শাসক ডক্টর অনিমেষ কান্তি মান্না, নিরুপম সিনহা জেলা শিশু সুরক্ষা আধিকারিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us