ক্ষমতায় ফিরলেন চন্দ্রবাবু নাইডু!

অন্ধ্রপ্রদেশে জয় ছিনিয়ে নিলো তেলেগু দেশম পার্টি।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশে আবার ক্ষমতা দখল করলেন 'টেকনোলজি ম্যান'। ব্যাপক ক্ষমতা বিরোধী ফ্যাক্টর পেরিয়ে, চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে টিডিপি অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরে এসেছে।

Andhra Pradesh Election Results 2024: NDA Crosses Halfway Mark, Stage Set  For Chandrababu Naidu's Return As CM - News18

ওয়াইএসআরসিপি-কে ​​চূর্ণ করে, প্রায় ১২৭টি বিধানসভা কেন্দ্র জয় করেছে তারা। টিডিপি মিত্র জনসেনা ১৭টি আসনে এগিয়ে ছিল এবং বিজেপি ৭টি আসনে এগিয়ে ছিল।

chandrababu naidu: TDP promises better booze at lower costs if it wins  Assembly election, says Chandrababu Naidu - The Economic Times

ইতিমধ্যেই বিজয়ওয়াড়ায় দলের সদর দফতরে, টিডিপি সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠে একে অপরকে রঙ মাখিয়ে বিজয়ের উদযাপন শুরু করেছে।

Add 1