New Update
/anm-bengali/media/media_files/if56roJa1yB5p5XzSGKl.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের তাল বাগিচা এলাকায় মানস-গৌতম চৌবের স্মরণে এক দিবারাত্রী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন এ রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এদিকে সকাল থেকেই সিবিআই তল্লাশি চালাচ্ছে বাংলা জুড়ে। সিবিআই হানা নিয়ে বিজেপিকে একহাত নিলেন মন্ত্রী। বলেন, ''শুধুমাত্র ভয় দেখানোর জন্য এই সিবিআই হানা। ভয় দেখিয়ে কোণঠাসা করার চেষ্টা চলছে। আমাদের বিরুদ্ধে ওদের বলার কিছু নেই। কোন লাভ হবে না। রাজভবনের সামনে ধর্না এবং প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম দেখে বিজেপি ভয় পেয়েছে। মানুষের টাকা না দিলে ওরা আরো বিপদে পড়বে। ''
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us