CBI-এর স্ক্যানারে আরও এক হেভিওয়েট, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি শুরু

আবারও সাতসকালে শুরু হল সিবিআইয়ের তল্লাশি অভিযান।

author-image
SWETA MITRA
New Update
debraj.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার একদিন পরেই নতুন করে ততর হয়ে উঠল সিবিআই (CBI)। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সাতসকালে কেন্দ্রীয়বাহিনীনিয়েঅভিযানশুরুকরলসিবিআই।আবারওএকবারনিয়োগদুর্নীতিমামলায়তৎপরএইকেন্দ্রীয়তদন্তকারীসংস্থা।সিবিআই-এরনজরেদুইতৃণমূলকাউন্সিলর।  তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) বাড়িতেও হানা দিয়েছেন সিবিআই-এর আধিকারিকরা। তিনি বিধাননগর পুরসভার মেয়র পারিষদ বোলে খবর। শুধু তাই নয়, তিনি গায়িকা ও তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীও।