/anm-bengali/media/media_files/2025/07/10/whatsapp-image-2025-07-10-2025-07-10-15-52-29.jpeg)
নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: ২০১৯ সালের ৮ই জুন দুই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলকে গুলি করে ও কুপিয়ে খুন করে ও অপর এক বিজেপি কর্মী দেবদাস মণ্ডলকে পায়ে গুলি করার পর দড়ি বেঁধে মোটরসাইকেলে বেঁধে টানতে আনতে প্রায় ২ কিলোমিটার রাস্তা নিয়ে যাওয়া হয়। সেই ঘটনায় সিআইডি তদন্তে নামে। পরবর্তী সময়ে চার্জশিট থেকে শেখ শাহজাহান সহ ২৮ জনের নাম বাদ পড়ে।
এরপর নিহত প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলের পরিবার কলকাতা হাইকোর্টে আবেদন করে সিবিআই তদন্তের জন্য। গত ৩০ তারিখ মহামান্য আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। গতকাল নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মন্ডল সিবিআই দফতরে ইমেইল মারফত জানায় যে-শেখ শাহজাহান বাহিনী এবং কাদের মোল্লার বাহিনী তাদেরকে হুমকি দিচ্ছে। এরপর আজ সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে ভাঙ্গিপাড়ায় সেই তিন বিজেপি কর্মীর পরিবারের সাথে কথা বলতে যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/EE7V2JtuOvtMngq3miGj.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us