টানা নিম্নচাপের বৃষ্টিতে দফায় দফায় যোগাযোগ বিচ্ছিন্ন, জলের তলায় কজওয়ে

বর্ষা এলেই এমনটা হয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-15 at 3.36.08 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: গত এক মাস ধরে টানা নিম্নচাপের প্রভাবে ঝাড়গ্রাম জেলাজুড়ে চলছে অবিরাম বৃষ্টি। ফলে বারংবার জলের তলায় চলে যাচ্ছে রগড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে ডুলুং নদীর উপর অবস্থিত গোয়ালমারা কজওয়ে। ফলে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের একাংশের সঙ্গে ঝাড়গ্রাম শহরের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে এই রুটের মূল সেতুর একাংশ বসে যাওয়ায় যান চলাচলে বিপত্তি দেখা দেয়। তখন বিকল্প ব্যবস্থা হিসেবে নদীর পাশেই তৈরি করা হয় একটি কংক্রিটের কজওয়ে। কিন্তু প্রতি বছরের বর্ষায় ডুলুং নদীর জলস্তর বেড়ে গেলে সেই কজওয়েটি জলের তলায় চলে যায় ও বন্ধ হয়ে পড়ে যাতায়াত। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। টানা বর্ষণে নদীর জল বাড়তেই ডুবে যায় কজওয়ে। ফলে ঝাড়গ্রাম শহরের সঙ্গে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা দীর্ঘদিন ধরেই স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন।

Screenshot 2025-07-15 153846