/anm-bengali/media/media_files/2025/08/21/whatsapp-image-2025-08-21-2025-08-21-17-57-44.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার সংলগ্ন এলাকায় একটি বস্তি রয়েছে। সেই এলাকায় দীর্ঘদিন ধরে এক শৌচালয় বেহাল অবস্থায় পড়ে ছিল। সকলের থেকে বড় সমস্যা হত বস্তির মহিলাদের। প্রশাসনের কাছে বার বার দাবি জানানোর পর জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ঝাঁ চকচকে শৌচালয় তৈরি হয়েছে। ইতিমধ্যে তা ব্যবহারও শুরু হয়েছে। তবে ইদানিং ওই শৌচালয় তৈরির জায়গাটি নিজেদের জায়গা বলে দাবি করে হাইকোর্টে মামলা করেছেন ওই বস্তি সংলগ্ন এলাকার এক বাসিন্দা সুশীল গুছাইত। তিনি জানান যেই জায়গায় সরকারি শৌচালয় হয়েছে সেটা তাদের জায়গা। যেই সময় ওর কাজ হয় বা জঙ্গল পরিস্কার হয় তখন তারা জানতেন যে ওটা তাদের জায়গা। জানার পর তারা বিভিন্ন জায়গায় জানিয়েছেন। কোনো লাভ হয়নি। তাই হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট যা নির্দেশ দেবেন তারা সেটাই মানবেন। তবে কোনো মতে ওই জায়গা ছাড়বেননা তারা। তিনি আরো জানান, যে জায়াগায় শৌচালয় করার কথা প্রকৃতভাবে সেই জায়গায় ওটা করাই হয়নি৷
মামলা হাইকোর্ট অবধি চলে যাওয়ায় রীতিমত চিন্তিত হয়ে পড়েছে বস্তির শতাধিক পরিবার ও এলাকার মহিলারা। তাদের প্রশ্ন এখন তারা তাহলে কোথায় যাবে? বস্তিতে আর কোনো সরকারি শৌচালয়ও নেই।
এই বিষয়ে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী বললেন, "আমার কাছে এই বিষয় নিজে কাজ চলাকালীন বা শৌচালয় চালু হওয়া পর্যন্ত কেউ অভিযোগ জানায়নি। ইদানিং শুনছি কেউ একজন তাদের জায়গা দাবি করে হাইকোর্টে মামলা করেছেন। আমরা প্রয়োজনে ওঁর সঙ্গে কথা বলে দেখব যাতে এই সমস্যা সমাধানের রাস্তা বের করা যায়"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-162735-2025-08-21-16-27-56.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us