বেআইনি কাঠ বোঝাই একাধিক গাড়ি বাজেয়াপ্ত করলো বনদপ্তর

কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-11 at 5.53.14 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বেআইনিভাবে কাঠ পাচার হচ্ছিল মেদিনীপুরে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো বন দপ্তরের কর্মীরা। সেখানে হানা দিয়ে কাঠ বোঝাই করা পিকআপ ভ্যান সহ তিনটি ইঞ্জিন ট্রলি বাজেয়াপ্ত করল বনদপ্তর। 

 ঘটনাটি বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের জামতলা আমতলা, বগছড়ি এলাকায়। জানা গিয়েছে, ওই গাড়িগুলিতে করে বিভিন্ন প্রজাতির গাছের গুড়ি লোড করে পাচার হচ্ছিল। মূলত কাঠ চেরাই মিলের উদ্দেশ্যেই যাচ্ছিল। গাছ কাটা এবং বহন করার কোন অনুমতি ছিল না বনদপ্তরের পক্ষ থেকে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হাজির হন বনকর্মীরা। হাতেনাতে ধরা পড়ে কাঠ বোঝাই গাড়ি সহ চালক। গাড়িগুলিকে নিয়ে আসা হয় বনদপ্তরের মেদিনীপুর রেঞ্জ অফিসে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে বনদপ্তর। বনদপ্তরের গোপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী বলেন, "বেশ কয়েকটি গাড়িতে করে অবৈধভাবে কাঠ পাচার হচ্ছিল। খবর পেয়ে বনকর্মীরা গিয়ে গাড়ি আটক করে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাই। কোন কাগজ তারা দেখাতে না পারায় গাড়িগুলিকে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।" পাশাপাশি গোপগড় বিটের বিভিন্ন জঙ্গল থেকে কিছু অসাধু মানুষ শাল গাছ কেটে সাইকেলে করে পাচার করছিল। পাঁচটি সাইকেল বাজেয়াপ্ত করেছে বন কর্মীরা। যদিও সাইকেল আরোহীরা পলাতক।

WhatsApp Image 2025-12-11 at 5.53.15 PM