আগে থেকেই হামলা করার জন্য তৈরী ছিল ওরা ! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন গাড়ির চালক সমীর বর্মণ

কি বললেন গাড়ির চালক ?

author-image
Debjit Biswas
New Update
shankar ghoshh.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ উত্তরবঙ্গের দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে ভয়ঙ্কর আক্রমণের শিকার হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি। সেই সময়ে ওই গাড়িতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু (যিনি হামলায় রক্তাক্ত হন)। আর এবার এই আক্রমণের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন গাড়ির চালক সমীর বর্মণ। 

তিনি বলেন,''লোকজন আগে থেকেই ক্ষুব্ধ ছিল ও হামলা করার চেষ্টায় ছিল। একবার আমরা সেখানে পৌঁছানোর পর, তারা আমাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল।''

Shankar Ghosh bjp mla

এরপর তিনি বলেন,''প্রথমে আমি গাড়িটিকে কিছু দূর পর্যন্ত চালিয়ে নিয়ে যাই। কিন্তু গাড়ি চলতে থাকার সময়ও ক্রমশ পাথর ছোঁড়া হচ্ছিল।আমার গাড়িটি পুরোপুরি ভাঙচুর করা হয়েছে। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। আমার ওই গাড়িতে দু'জন নিরাপত্তা কর্মী, শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুও ছিলেন।"