/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ক্যানিং মহকুমা শাসকের দফতরে বুধবার অনুষ্ঠিত হল নির্বাচন কমিশনের রোল অবজারভার শ্রী মুরুগানের গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের বিডিও, রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং প্রশাসনিক কর্তারা।
বৈঠকে রোল সংশোধন প্রক্রিয়া নিয়ে উঠে আসা বিভিন্ন অভিযোগ, অভাব-অভিযোগ এবং পরিকাঠামোগত সমস্যাগুলি খতিয়ে দেখেন অবজারভার। রাজনৈতিক দলের পক্ষ থেকেও রোল সংশোধন সংক্রান্ত একাধিক প্রশ্ন ও প্রস্তাব তুলে ধরা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/30/sir-aaa-2025-11-30-21-35-41.png)
এছাড়া বৈঠকের গুরুত্বপূর্ণ অংশ ছিল বিএলওদের সঙ্গে সরাসরি আলোচনা। মাঠপর্যায়ের কাজের অগ্রগতি, বাড়ি বাড়ি সমীক্ষা, নথি যাচাই, বিশেষ সংশোধনী (SIR)–সহ যাবতীয় বিষয় নিয়ে তাদের বক্তব্য শোনেন শ্রী মুরুগান। তিনি স্পষ্ট জানান, রোল সংশোধন প্রক্রিয়ায় কোনওভাবেই স্বচ্ছতা ও নিরপেক্ষতার ঘাটতি চলবে না।
রোল তৈরির প্রতিটি ধাপই যেন নির্ভুল হয় এবং ভোটার তালিকা যেন আরও আধুনিক ও ত্রুটিমুক্ত হয়—এই বার্তাই দেন রোল অবজারভার। প্রশাসনিক সূত্রের খবর, আগামী কয়েকদিন ক্যানিং মহকুমার একাধিক ব্লকে পরিদর্শনেও যেতে পারেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us