/anm-bengali/media/media_files/x8AOwWYqBMhHRGp45JnC.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল এবং রবিবার রেলের রক্ষাণাবেক্ষণের কাজ চলার জন্য নৈহাটি স্টেশনের যাত্রী পরিষেবা বন্ধ করা হয়েছে। এই বিষয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, সব মিলিয়ে ৮৮টি ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ শুরু ও শেষ হবে দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্টে। এক্ষেত্রে অফিস যাত্রযাত্রীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হতে পারে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/06/train-1-1.jpg.webp)
এই বিষয়ে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, '' সমস্ত যাত্রীদের সময় মতো পৌঁছে দেওয়া হবে। যাত্রী পরিষেবায় রেল সদা তৎপর। ''
রেল সূত্রে আরও জানা গিয়েছে যে, '' শিয়ালদহে কাজ চলাকালীন বিভিন্ন ট্রেনের নির্ধারিত সময়ের কিছুটা ফারাকও হবে। কাজ চলাকালীন শিয়ালদহ থেকে ছাড়ে এমন চারটি দূর পাল্লার ট্রেন— শিয়ালদহ-অজমেঢ় সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটে-বাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল সুপার ফাস্ট এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে চলবে। রাজধানী ও দুরন্ত-সহ অন্যান্য দূর পাল্লার ট্রেন নির্ধারিত সময়েই চলবে। ''
/anm-bengali/media/post_attachments/94680689a124fba96f0ffccc74dacc074e39110578a8cb6f5880731bb56d4f3c.jpg?impolicy=website&width=450&height=500)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us