/anm-bengali/media/media_files/2025/11/19/whatsapp-image-2025-11-19-2025-11-19-17-10-02.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে দাসপুরের সোলাটোপা খাল সংস্কারের কাজ। ১৯ নভেম্বর কাজ সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর অতিরিক্ত জেলাশাসক, ঘাটাল মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জী, দাসপুর ১- এর বিডিও দীপঙ্কর বিশ্বাস, দাসপুর ২- এর বিডিও প্রবীর কুমার সিট সহ জেলা পরিষদের দুই সদস্য ও সদস্য।
জানা যায়, দাসপুর ২ ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ সাড়ে ১৪মিটার এই খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে গৌরা, খুকুড়দহ ও জোতঘনশ্যাম এই তিন গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার কৃষকের ফসল নষ্ট হয়ে পড়ে বর্ষার সময়। খালের প্রস্থান মুখ বন্ধ হওয়ার কারনে জল নিকাশি না হওয়ার ফলে অতিরিক্ত জল খালে জমা হয়ে সেই জল পড়ত কৃষকদের জমিতে, যার ফলে ধান সহ অন্যান্য সবজি প্রায় নষ্ট হয়ে যেত।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে শুরু করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ। সেই প্ল্যানের আওতায় এই খালটিও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। তাই খাল কিভাবে সংস্কার হবে তা নিয়ে সেচ দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক। বুধবার প্রশাসনিক আধিকারিকদের মুখ থেকে খাল সংস্কার শীঘ্রই শুরু হচ্ছে এই বার্তা শুনতেই এলাকাবাসী অত্যন্ত খুশি হয়েছেন এমনটাই তাঁরা জানান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/19/whatsapp-image-2025-11-19-2025-11-19-17-10-17.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us