New Update
/anm-bengali/media/media_files/2024/11/13/hwsIKHbWItIMSpoR9CBt.jpeg)
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ আজ মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট চলাকালীন নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে, একাধিক জায়গায় ইভিএম মেশিন খারাপের খবর পাওয়া গিয়েছে।
/anm-bengali/media/media_files/qpYYDqslSv8RWI86EC0V.jpg)
আরও জানা গিয়েছে যে, খড়গপুরের তৃণমূল বিধায়ক দীনেন রায় নিজে ভোটের পরস্থিতি খতিয়ে দেখছেন। তিনিও একাধিক জায়গায় ইভিএম মেশিন খারাপের খবর পেয়েছেন বলে সূত্রের খবর।
এক্ষেত্রে উল্লেখ্য যে, রাজ্যের আজ ৬টি বিধানসভায় ভোট গ্রহণ রয়েছে। এই আবহে বিধানসভাগুলিতে রয়েছে কড়া নিরাপত্তা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us