New Update
/anm-bengali/media/media_files/2025/01/15/7P2rR155Cw1DxRuwv93u.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার তরুণজ্যোতি তিওয়ারি একসঙ্গে কুনাল ঘোষ ও জয়প্রকাশ মজুমদারকে নিশানা করে বড় ট্যুইট করেছেন। তিনি বলেছেন, "কুনাল ঘোষের অবস্থা ঢোলের থেকেও খারাপ। যে চাইছে যখন চাইছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে।। তবে আমি এখনো বিশ্বাস করি নির্লজ্জতার দিক থেকে কুনাল ঘোষ দু'নম্বরে আছে, প্রথম জায়গাটা এখনো জয়প্রকাশ মজুমদার দখল করে আছে।।"
কুনাল ঘোষের অবস্থা ঢোলের থেকেও খারাপ। যে চাইছে যখন চাইছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে।।
— Tarunjyoti Tewari (@tjt4002) January 15, 2025
তবে আমি এখনো বিশ্বাস করি নির্লজ্জতার দিক থেকে কুনাল ঘোষ দু'নম্বরে আছে, প্রথম জায়গাটা এখনো জয়প্রকাশ মজুমদার দখল করে আছে।।
ঠিক মেরুদন্ডের মাঝখানে একটা লাথি খাওয়ার পরেও জয়প্রকাশ মজুমদার… pic.twitter.com/sPDaheaHIT
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us